ফেনীর মহিপালে যানজট নিরসনে সরানো হচ্ছে বাস, কাউন্টার পরিদর্শনে পৌর মেয়র
ফেনী | তারিখঃ October 23rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 79 বার
শহর প্রতিনিধি ->>
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের মহিপালে যানজট নিরসনে ফ্লাইওভারের আশপাশ থেকে বাস কাউন্টার সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। শনিবার পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ প্রশাসন, জনপ্রতিনিধি ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ কাউন্টার পরিদর্শন করেছে।
এসময় বিআরটিএ সহকারি পরিচালক আবদুল্লাহ আল মামুন, ট্রাফিক ইন্সপেক্টর ফয়সাল আহম্মেদ, আন্ত:জেলা বাস মালিক সমিতির কেন্দ্রীয় কার্যকরি সভাপতি জাফর উদ্দিন, আন্ত:জেলা বাস শ্রমিক ইউনিয়নের ফেনী শাখার সাধারণ সম্পাদক আজম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফ্লাইওভারের আশপাশ থেকে বাস কাউন্টার সরিয়ে বায়তুশ শরফ সংলগ্ন স্থান পর্যন্ত বাস টার্মিনাল সম্প্রসারণ করা হবে। ফেনী-নোয়াখালী সড়কের সিএনজি অটোরিক্সা আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে সরিয়ে নেয়া হবে। সোমবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে বাস কাউন্টার সরিয়ে নেয়া হবে।




