সহজ টার্গেট পেল শ্রীলঙ্কা
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানের পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই সংগ্রহ পায় অ্যান্ড্রু বালবির্নির দল। বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ৬.৪৫ রান রেটে ১২৯ রান।
রোববার (২৩ অক্টোবর) হোবার্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশি সুবিধা করতে পারেনি আইরিশরা। ম্যাচের দ্বিতীয় ওভারেই ডি সিলভার বলে বোল্ড হন আইরিশ অধিনায়ক বালবির্নি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইউরোপের দেশটি। মাঝে হ্যারি টেক্টরের ৪২ বলে ৪৫ এবং ওপেনার পল স্টার্লিংয়ের ২৫ বলে ৩৪ রানের উপর ভর করে ১২৮ রানের পুঁজি পায় আইরিশরা। দলের চার ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেনি।
আরও পড়ুন: সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে বলার সাহস নেই বোর্ড কর্তাদের
লঙ্কানদের বোলিং এদিন শুরু থেকেই দারুণ ছিল। নিয়ন্ত্রিত বোলিং করে দুইটি করে উইকেট নিয়েছেন মহেশ থেকশানা এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা। থেকশানা ও হাসরাঙ্গা ছাড়া বাকি চার বোলারও একটি করে উইকেট পেয়েছেন।
এবারের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পায়নি এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে কোয়ালিফাই করে আসতে হয়েছে তাদের। যদিও সে পথটাও বেশ কঠিন ছিল লঙ্কানদের জন্য। নামিবিয়ার কাছে হেরে, শুরুতেই হোঁচট খেয়েছিল তারা। কিন্তু, পরে ঠিকই দারুণভাবে ঘুরে দাঁড়ায় এশিয়া কাপের চ্যাম্পিয়নরা।
সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্সকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শীর্ষ ১২’তে পা রাখে দাসুন শানাকার দল। সুপার টুয়েলভে লঙ্কানদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ ‘বি’ থেকে কোয়ালিফাই করেছে আইরিশরা।
আরও পড়ুন: সুপার টুয়েলভে যে দুটি জয়ের দিকে চোখ টাইগারদের
আয়ারল্যান্ডের পথটাও সহজ ছিল না। প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে ৩১ রানে হেরে যায় তারা। তবে পরের দুই ম্যাচে স্কটল্যান্ড এবং দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে পা রাখে অ্যান্ড্রু বালবির্নির দল।
]]>