শেরপুরে বালু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা
<![CDATA[
শেরপুরের নালিতাবাড়ীতে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু তোলায় নূরনবী নামে এক বালু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের করেছেন ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীরের নয়াবিল ইউনিয়নের ডাক্তারঘোপ গ্রামের ফসলি জমি ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করছিল অসাধু বালু ব্যবসায়ী চক্র। এতে আশপাশের কৃষকদের ফসলি জমি নষ্ট হচ্ছিল। ড্রেজার মেশিনের বিকট শব্দে মারাত্মক ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: নেত্রকোনায় থামছেই না অবৈধ পাথর উত্তোলন, গৃহহীন হচ্ছেন অনেকে
অভিযানের সময় বালু উত্তোলনে জড়িত কয়েকজন ব্যবসায়ী নদী সাঁতরে পালিয়ে যায়। তবে নূর নবী নামে এক ব্যবসায়ীকে দুই কিলোমিটার দৌড়ে আটক করে আনসার সদস্যরা। পরে অবৈধভাবে বালু উত্তোলন প্রমাণিত হওয়ায় ওই ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ভেঙ্গে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে জানান, এর আগে বেশ কয়েকবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এরপরও তারা নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন করে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
]]>




