ঘূর্ণিঝড় সিত্রাং: রাজধানীতে কমেছে মাছ-সবজির সরবরাহ, তবে দাম বাড়েনি
<![CDATA[
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর বাজারে কমেছে মাছ ও সবজির সরবরাহ। তবে দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে এসে ক্রেতারাও জানান ঝড়বৃষ্টির তেমন প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে।
আর বিক্রেতারা বলছেন, গতকাল দিনভর বৃষ্টির কারণে অনেক সবজি ও মাছ তারা বিক্রি করতে পারেনি। তাই আগের দামেই তারা বিক্রি করছেন।
রাজধানীতে সরবরাহ কমার পরও কেন আগের দামেই কেনাবেচা হচ্ছে এর যুক্তি হিসেবে তারা বলেন, পণ্য যেমন কম এসেছে পাইকারিও কম এসেছে। তাই দাম বাড়েনি। তবে আগামীকাল বোঝা যাবে সিত্রাংয়ের প্রভাব কতটুকু পড়বে কাঁচাবাজারের ভোক্তাদের কাঁধে।
এদিকে, মুদি দোকানিরা জানান, অভিযান আর নানা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার পরও এখন চিনিশূন্য রয়েছে টাউন হল মার্কেট।
আরও পড়ুন: রিফাইনারি কোম্পানিগুলোর সিন্ডিকেটই চিনির বাজার নিয়ন্ত্রণ করছে
]]>