বিনোদন

নোয়াখালীতে দেড় হাজার বাড়িঘর বিধ্বস্ত, নদীতে আশ্রয়কেন্দ্র

<![CDATA[

পূর্ব মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে নোয়াখালীর ৩টি উপকূলীয় উপজেলাসহ মোট ৫টি উপজেলার অন্তত দেড় হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিরিক্ত জোয়ারে মেঘনা নদীতে হেলে পড়েছে একটি আশ্রয়ণ কেন্দ্র। গাছ পড়ে মারা গেছে সানজিদা আফ্রিদী নামের এক বছরের এক শিশু। গত দুই দিনে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত সহ ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্থ হয়ে দূর্ভোগে পড়েছেন প্রায় ৪ লাখ মানুষ।

তবে মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল থেকে প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে গত রোববার গভীর রাত থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। সোমবার ভোর থেকে বৃষ্টি বাড়তে থাকে, বিকেল থেকে বৃষ্টির সাথে শুরু হয় ঝড়ো বাতাস। প্রবল বাতাসে জেলার হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা গাছপালা ও বসত ঘর বিধ্বস্ত হয়। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি।

এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। বন্ধ হয়ে যায় মোবাইলসহ বিভিন্ন বৈদ্যুতিক ডিভাইস। বিপর্যয় দেখা দিয়েছে মোবাইল নেটওয়ার্কে।

আরও পড়ুন: সিত্রাং শেষ না হতেই আসছে আরেক ঘূর্ণিঝড়

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে ও সরেজমিনে ঘুরে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে মঙ্গলবার সকাল থেকে মেঘনা নদীতে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বৃদ্ধি পায়। এতে হাতিয়ার নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ড, নলচিরা, হরনী, চানন্দী, চরকিং, চরঈশ্বর, বুড়িরচর, তমরদ্দি ও সোনাদিয়া ইউনিয়নসহ বেশ কয়েকটি নিন্মাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে পানি বন্দি হয়ে পড়ে ওই এলাকাগুলোর প্রায় লাখো মানুষ। বেশি বিপাকে পড়ে বেঁড়িবাধের বাইরে থাকা পরিবারগুলোর লোকজন।

এদিকে সোমবার রাতের প্রচণ্ড জোয়ারে হেলে পড়েছে হরনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুক্তি সমাজ আশ্রয়ণ কেন্দ্রটি। স্থানীয়রা জানান, ১৪ বছর আগে সরকারিভাবে হরনী ৬নং ওয়ার্ডে ৩২টি পরিবারের জন্য মুক্তি সমাজে ৩২টি ঘর তৈরি করে দেয়া হয়। এ পরিবারসহ আশপাশের শিশুদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ২০০৮ সালে নির্মাণ করা হয় দ্বিতলা বিশিষ্ট একটি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়ণ প্রকল্প। বিভিন্ন সময় নদী ভাঙনে বিলীন হয়ে বসতি ছেড়ে ছিলো ১০টি পরিবার। সবশেষ সোমবার রাতে প্রচণ্ড বাতাস ও জোয়ারের আঘাতে হেলে পড়ে আশ্রয়ণ কেন্দ্রটি, যার বেশিরভাগ অংশ ইতোমধ্যে মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। এতে করে সামনে কোন প্রাকৃতিক দূর্যোগে নিরাপদ স্থানের অভাবসহ শিক্ষা বঞ্চিত হবে প্রায় তিন শতাধিক শিশু শিক্ষার্থী।

অপরদিকে, রাতে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া এলাকায় বসত ঘরের ওপর গাছ উপড়ে পড়ে এক বছর বয়সী শিশু সানজিদা আফ্রিদী নিহত হয়েছে। এ ঘটনায় তার মাসহ আরও দুইজন আহত হয়। নিহত সানজিদা আফ্রিদী ওই এলাকার এডভোকেট আবদুল্যার ছেলে।

জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান জানান, প্রাথমিকভাবে ২৭০টি কাঁচা ঘর বিধ্বস্ত ও ১ হাজার ৩৩টি ঘর আংশিক বিধ্বস্ত হওয়ার প্রাথমিক খবর তারা পেয়েছেন। সামগ্রিক ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে আরও ২-৩দিন সময় লাগবে বলেও জানান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!