Feni (ফেনী)ফেনী
প্রশিক্ষণ শেষে পেশাদার পাইলট হলেন ফেনীর আনান
ফেনী | তারিখঃ October 26th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 148 বার
অনলাইন ডেস্ক->>
প্রশিক্ষণ শেষে পেশাদার পাইলট হলেন ফেনীর শাহেদ মাহমুদ চৌধুরী আনান। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ইউএস বাংলার প্লাইট উড্ডয়ন করেন পাইলট আনান।
স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন জানান, পাইলট শাহেদ মাহমুদ চৌধুরী আনান স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির বড় ছেলে। আনানের মা শাহেদা আক্তার স্টারলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিনের ছোট বোন।
আনান সকল প্রতিকুলতা কাটিয়ে একজন পেশাদার ও দক্ষ পাইলট হিসাবে প্রতিষ্ঠিত হতে স্টার লাইন গ্রুপের সকল পরিচালক সবার কাছে দোয়া চেয়েছেন।




