বাংলাদেশকে হুংকার দেয়া লুঙ্গির জায়গা হয়নি দলে
<![CDATA[
বাংলাদেশের টপঅর্ডার গুঁড়িয়ে দেয়ার হুংকার দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি। তবে টিম টাইগার্সের বিপক্ষে একাদশেই জায়গা মেলেনি প্রোটিয়া এ পেসারের। তার বদলে দলে নেয়া হয়ে বাঁহাতি আনঅর্থোডক্স স্পিনার তাবরেজ শামসিকে।
জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগ করতে হয়েছে। ৭ ওভারে ৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ফেলেছিল প্রোটিয়া দুই ওপেনার। নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকাই ম্যাচটা জিততো। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করতে হয়। আর তাই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ প্রোটিয়াদের জন্য।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা চাপে থাকবে বলে মন্তব্য করেন সাকিব। ম্যাচের আগের দিন বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার জন্য প্রায় বাঁচা-মরার ম্যাচ। তাই ওরা একটু হলেও চাপে থাকবে।
আরও পড়ুন: প্রথম ওভারেই তাসকিনের আঘাত
অন্যদিকে, লুঙ্গি এনগিদি গণমাধ্যমকে বলেন, আমাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক আগ্রাসী মেজাজে খেলতে চাইবে। আমরা এই বিষয়ে আগেই ভেবে রেখেছি। আমরা তাদের টফঅর্ডারকে লক্ষ্য বানাব। বোলিং হিসেবে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দিতে চাইব।
আরও বলেন, ‘বাংলাদেশকে বেশি রানও করতে দেব না। আমরা এখন যে অবস্থায় আছি, তাতে আমাদের সব ম্যাচই জিততে হবে। এটা খুবই সাধারণ একটা হিসাব।’
]]>




