ইউক্রেন যুদ্ধে ইসরাইল কোন পক্ষে?
<![CDATA[
ইরানের যুদ্ধ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে রুশ হামলা নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বুধবার (২৬ অক্টোবর) এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনকে সাহায্য করার ব্যাপারে ইসরাইল চাপের মুখে রয়েছে।
হোয়াইট হাউসে হারজগ সাংবাদিকদের জানান, ইরানের পরমানু কর্মসূচি, ইরানের কঠোর ধর্মীয় আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন এবং রাশিয়ার কাছে তেহরানের ড্রোন বিক্রির বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।
হারজগ বলেন, এসব ড্রোন হামলায় ইউক্রেনের বেসামরিকরা নিহত হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে রুশ অভিযান প্রতিরোধ করতে পশ্চিমাপন্থি ইউক্রেনকে সহায়তা করা মার্কিন নেতৃত্বাধীন জোটে সম্পৃক্ত হতে আগ্রহী নয় ইসরাইল।
এর আগে ওয়াশিংটনে হারজগের সফর ঘিরে ইউক্রেন যুদ্ধে ইরানের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়।
আরও পড়ুন: পরমাণু হামলার মহড়া দেখলেন পুতিন
মঙ্গলবার (২৫ অক্টোবর) হারজগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাশিয়াকে ড্রোন সরবরাহের ব্যাপারে তিনি গোয়েন্দা তথ্য দেয়ার কথা জানান।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার ইসরাইলের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘ইসরাইলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক প্রবণতা। এ ক্ষেত্রে দীর্ঘ বিরতির পর আমি সামনের দিকে অগ্রসর হওয়া প্রত্যক্ষ করছি।’
বৈঠকে বাইডেন ও হারজগ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিয়েও আলোচনা করেন।
]]>