মিয়ানমারের সংকট-সহিংসতায় আসিয়ানের উদ্বেগ
<![CDATA[
মিয়ানমারের রাজনৈতিক সংকট ও চলমান সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে আসিয়ান। পাশাপাশি এসব সংকট সমাধানে আসিয়ান ‘অধিকতর দৃঢ়প্রতিজ্ঞ’ বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এ সংগঠনটির সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা।
নভেম্বরে আসিয়ানের সম্মেলন সামনে রেখে বৃহস্পতিবার( ২৭ অক্টোবর) ইন্দোনেশিয়ায় বৈঠককালে তারা এ উদ্বেগ জানান। বৈঠকে, মিয়ানমারে শান্তি ফেরাতে আসিয়ানের পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দেয়া হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম।
জাকার্তায় জোটের প্রধান কার্যালয়ে এ জরুরি বৈঠকের পর কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন বলেন, ‘মিয়ানমার ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য দেশটিকে সহায়তায় আসিয়ান আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ।’
এর আগে, এ বৈঠকে অ-রাজনৈতিক কোনো ব্যক্তিকে পাঠাতে অস্বীকৃতি জানায় মিয়ানমারের জান্তা সরকার। বৃহস্পতিবারের বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পূর্ব-এশিয়া বিষয়ক শীর্ষ মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক বলেন, মিয়ানমার গণতন্ত্রে উত্তরণের পথে গত এক দশকে যে অগ্রগতি অর্জন করেছিল, জান্তা তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারে দুদিনে ১২ সেনা হত্যা
তিনি আরও বলেন, আসিয়ানের জন্য ওয়াশিংটনের ‘যথেষ্ট শ্রদ্ধা’ রয়েছে। কিন্তু এ সংকটের জন্য জোটটির নিজস্ব পরিকল্পনায় তেমন একটা অগ্রগতি না হওয়ায় আমরা হতাশ।
মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধ, সহায়তা বৃদ্ধি ও সংকট সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আসিয়ানের উদ্বেগ ও প্রচেষ্টা সত্ত্বেও, এখনো দেশটির রাজনৈতিক সমস্যার কোনো সমাধান হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, সেনা অভ্যুত্থানের পর মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানে এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
]]>




