ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অ্যাডিলেড জয়ের নায়ক রুবেলের পরামর্শ
<![CDATA[
ইতিহাস বলে অ্যাডিলেড ওভাল খালি হাতে ফেরায় না বাংলাদেশকে। ২০১৫ বিশ্বকাপে টাইগাররা নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়টি পেয়েছিলো এই অ্যাডিলেডেই। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের নায়ক রুবেল হোসেনও আশাবাদী ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে। বলছেন মূল ভূমিকা পালন করতে হবে পেসারদের-ই। দিলেন রোহিত-কোহলিকে আউট করার মন্ত্র। উইকেট বিবেচনায় রুবেলেরও পরামর্শ ৫ বোলার নিয়ে মাঠে নামার।
অ্যাডিলেডের আকাশে মেঘের লুকোচুরি। এই রোদ তো এই নামছে বৃষ্টি। তবে টাইগার সমর্থকদের মন যে উথাল-পাথাল। মহাপরাক্রমশালী ভারতের বিপক্ষে টিকে থাকার লড়াই। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে এমন একটা সমীকরণের ম্যাচে এই অ্যাডিলেডে পেসার রুবেলের পেস দাপটে চূর্ণ হয়েছিল ইলিংশরা। সেই রুবেল জাতীয় দলের বাইরে দীর্ঘদিন। তবুও সতীর্থদের খোঁজ-খবর নেন নিয়মিতই।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
পরিসংখ্যান বলে অ্যাডিলেড ওভালে নতুন বলে বাড়তি সুবিধা পান সিমাররা। তাই তো ভারতের লম্বা ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দিতে তাসকিন-মোস্তাফিজদের দিকে তাকিয়ে রুবেল। তিনি বলেন, প্রত্যেকটা ম্যাচে নতুন বলে সুইং করছে। এই কাজটা তাসকিন খুব ভালো করছে। হাসান মাহমুদ, মুস্তাফিজও ভালো করছে। আমাদের ব্যাটিং ইউনিট একটু সাপোর্ট দিলে আরও ভালো রেজাল্ট সম্ভব।
বিরাটের সঙ্গে রুবেলের মাঠের লড়াইটা সব সময়ই ছিলো উপভোগ্য। সেই অভিজ্ঞতার আলোকে দিলেন এই ব্যাটারকে আউট করার টোটকা। সম্ভাবনা দেখছেন টাইগারদের ম্যাচ জয়েরও। রুবেল বলেন, তাসকিন যেভাবে ভালো একটা লেন্থে বল করছে, আবার সুইং করাচ্ছে। এটা বিরাট কোহলিকে করা উচিত। ভারত আমাদের চেয়ে ভালো দল। কিন্তু যারা বেশি ভুল করবে, তারাই ম্যাচ হারবে।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হলে সেমির সমীকরণে কারা এগিয়ে যাবে?
টিম কম্বিনেশন নিয়েও রুবেলের কাছ থেকে পরামর্শ মিলল। এই পেসার বলছেন উইকেটের বিবেচনায় মেঘলা আবহাওয়ায় ৫ বোলার নিয়ে খেলাটা হবে যুক্তিসংগত। তার ভাষ্য, আমাদের সৌম্য বল করতে পারে, মোসাদ্দেক পারে। তবুও ৪ ওভার করলে খারাপ করলে কিন্তু অন্যরা রান বের করে নিয়ে যায়। আমাদের ব্যাটাররাও অতটা সাহায্য করছেন না। তাই ওভাবেই (৫ পেসার নিয়ে) দল সাজানো উচিত।
]]>




