Feni (ফেনী)ফেনী

শারদীয় দুর্গাপূজা: ‘আযান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটিকে নিদের্শনা প্রদান’

ফেনী | তারিখঃ October 1st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 29 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে নিয়োজিত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার জাকির হাসান। শনিবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে পূজা মন্ডপে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং এ বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার বলেন-শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পূজা মন্ডপে নিয়োজিত অফিসার ও ফোর্সগণ পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরা সচল আছে কিনা এবং স্বেচ্ছাসেবক আছে কিনা তা মনিটরিং করবেন। পূজা আয়োজক কমিটির সাথে আলাপ করে নারী-পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা বিষয়টি নিশ্চিত করবেন। ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স আযান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির সাথে বিষয়টি নিশ্চিত করার জন্য নিদের্শনা প্রদান করেন পুলিশ সুপার।

অফিসার ও ফোর্সদের ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমাসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!