ঘুম নেই পাকিস্তানের ক্রিকেটারদের
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালের আশা এখনও টিকে আছে। রোববার (৬ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে জিতলে শেষ চারে যেতেও পারে বাবর আজম বাহিনী। কিন্তু টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারায় দলের ক্রিকেটারদের ঘুম নেই বলে জানালেন টপঅর্ডারের ব্যাটার শান মাসুদ।
অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছিলেন মাসুদ। যেখানে অনেক আশার কথা শুনিয়েছেন এই তারকা। মাসুদ বলেন, আমরা আশা হারাচ্ছি না। জীবন আমাদের কঠিন শিক্ষা দেয়, এটিও (টানা দুটি হার) সেরকমই। এর প্রভাবে ছেলেদের ঘুম নেই। মানসিকভাবেও সবাই বিপর্যস্ত। কিন্তু পরের দুই ম্যাচে যেভাবে ফিরেছি, সেটা আমাদের বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। আর এই বিষয়টা অনেক কিছু।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ গেল যারা
সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে পাকিস্তান এখন পয়েন্ট টেবিলের তিনে। প্রথম দুটি ম্যাচে না হারলে সেরা দুইয়ে থাকার সুযোগ ছিল তাদের। এ সম্পর্কে মাসুদ বলেন, দুটি হার আমাদের জন্য অনেক খারাপ বিষয়। এ কারণেই মূলত আমরা টেবিলের সেরা দুটি স্থানে থাকতে পারিনি।
শান মাসুদ মনে করেন, ব্যর্থতার পরেই সফলতা আসে। তাদের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। তার ভাষ্যমতে, ব্যর্থতায় ভুলগুলো থেকে শিখে সর্বোচ্চটা আদায় করা যায়। ভালো দৃষ্টিতে দেখলে আমরা বুঝতে পারব যে, দুটি হারের পর, বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছি।
আরও পড়ুন: বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়লেন নবি
সেমির টিকিটের জন্য পাকিস্তান তাকিয়ে থাকবে জিম্বাবুয়ে-ভারত ও নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। আর বাংলাদেশের বিপক্ষে জয় তো বাধ্যতামূলকই।
মাসুদ বলেন, আমরা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে ২ পয়েন্ট পেতে চাই। এটা আমাদের হাতে। শেষ বল মাঠে গড়ানো পর্যন্ত আশা থাকবে।
]]>




